মন্ত্ৰী অশোক সিংগালের মন্তব্যকে নিয়ে সরব আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। ভাওনা সংস্কৃতি এবং গুরুজনার আদর্শের প্রতি শুধুমাত্র স্পর্ধা দেখানই নয় এটা জাতীয় জীবনের সংস্কৃতির প্রতি চুড়ান্ত অপমান এবং আসামের মানুসের স্বাভিমানের প্রতি অপমান। মন্ত্রী অশোক সিংগালকে মন্ত্রী সভা থেকে তাৎকালীনভাবে অপসারনের জন্য মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করতে দাবী জানান আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। গুয়াহাটী প্রেছ ক্লাবে আয়োজন করা একটি ভাওনাকে নিয়ে মন্ত্ৰী অশোক সিংগাল কিছু অযুক্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যকে কেন্দ্র করে সৰ্বত্ৰে সৃষ্টি হয় চৰ্চার। থাকে নিয়ে মঙলবারে তিনচুকীয়াতে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ বলেন- “মন্ত্রী অশোক সিংগাল থলুয়া মানুষদের মাটি বে-আইনীভাবে দখল করে তার ওপর নির্মানকার্য চালাচ্ছে। আর বলেন যে সিংগালের মথোন মানুষ আসামের সংস্কৃতির প্রতি, আসামের মানুষের প্রতি না শ্রদ্ধা আছে, না সন্মান আছে, না দায়িত্ব আছে। ওরা মন্ত্রিত্ব করছে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য।