বুধবার রাজ্যের সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন মন্ত্রী অতুল বড়া বিধান সভাতে বলেন যে- আসামের প্রায় ৮৩ হাজার হেক্টর মাটি প্রতিবেশী চারটি রাজ্যে বেদখল করেছে। কংগ্রেছের ছয়গাওঁ সমষ্টির বিধায়ক রেকিবুদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অতুল বড়া বলেন যে, ১৮ টি জেলার ৮২,৭৫১.৮৬ হেক্টর মাটি অরুনাচল প্রদেশ, নাগালেণ্ড, মেঘালয় এবং মিজোরাম বেদখল করেছে। কয়েকটি প্রতিবেশী রাজ্যের সাথে থাকা আসামের সীমাবিবাদ অনেক পুরোনো। প্রতিবেশী রাজ্যের সাথে থাকা সীমা সমস্যা সমাধানের জন্য প্রায়ে দাবী উত্থাপন হয়ে এসেছে। মন্ত্রী অতুল বড়াই দাখিল করা তথ্য মতে,সার্বাধিক আসামের মাটি দখল করেছে নাগালেণ্ড, নাগালেণ্ডের দখলে আছে আসামের ৫৯,৪৯০.২১ হেক্টর মাটি, মেঘালয়ে বেদখল করেছে আসামের ৩,৪৪১.৮৬ মাটি, সবারথেকে কম আসামের মাটি দখল করে আছে মেঘালয়। এদিকে,অরুনাচল প্রদেশ ১৬,১৪৪.০১ হেক্টর আসামের মাটি দখল করার বিপরিতে ৩,৬৭৫.৭৮ হেক্টর মাটি মিজোরামের দখলে আছে বলে জানান মন্ত্রী অতুল বড়া। এই চারটি রাজ্যের বেদখল থেকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ভেতরে আছে- শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর,ধেমাজি, তিনচুকীয়া,ডিব্রুগড়,চরাইদেউ এবং যোরহাট জেলা।